
নিজস্ব প্রতিবেদক :: কাউখালীতে অবৈধ ইটের পাঁজা বিনষ্ট করে দিলেন ইউএনও সজল মোল্লা।
পিরোজপুরের কাউখালীতে অবৈধ ইটের পাঁজা বিনষ্ট করে দিলেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার নেতৃত্বে অবৈধ ইটের বাজার মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
২৫ মার্চ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের উত্তর হোগলা গ্রামের কালাম কবিরাজের অবৈধ ইটের পাঁজায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোটের খবর পেয়ে ইট পাজার মালিক পালিয়ে যেতে সক্ষম হয়।
উপজেলার কালিগংগা নদীর তীরবর্তী স্থানে উত্তর হোগলা গ্রামের হাতেম আলী কবিরাজের ছেলে কালাম কবিরাজের ইটের বাজায় তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইটের পাঁজটি বিনষ্ট করে দেওয়া হয়। উল্লেখ্য একই মালিক একই স্থানের অবৈধ ইটের পাজা গত ১৪ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসন বিনষ্ট করে দিয়েছিল। ইটভাটার মালিক আবারো অবৈধভাবে একই স্থানে ইট পোড়ানোর আয়োজন করেছিল এই খবর পেয়ে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে।
এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, অবৈধভাবে পাজা স্থাপন করে ইট পোড়ানোর দায়ে পাজাটি বিনষ্ট করে দেওয়া হয়েছে।