ঢাকাবুধবার , ২৬ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে তারেক রহমানের উপহার পেলেন যুবদলের ২ নেতা

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ২৬, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে তারেক রহমানের উপহার পেলেন যুবদলের ২ নেতা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পেয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার দুই যুবদল নেতা। তারা হলেন- গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু ও যুবদল নেতা জাকির হোসেন খলিফা।

জাকির হোসেন বাচ্চু জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সারাদেশে অসংখ্য যুবদল নেতারা নির্যাতন-নিপীড়ন ও মামলা-হামলার শিকার হয়। যা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন্দ্রীয়ভাবে তালিকাভুক্ত করে রাখেন। সেই তালিকা যাচাই-বাছাইয়ের পর আমার (জাকির হোসেন বাচ্চু) ও মাহিলাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন খলিফার জন্য জেলা যুবদলের মাধ্যমে ঈদ উপহার পাঠিয়ে দেন।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টুসহ অন্যান্য যুবদল নেতারা তারেক রহমানের পাঠানো ঈদ উপহার আমাদের হাতে প্রদান করেন।