ঢাকামঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ক্রাইম টাইমস রিপোর্ট
এপ্রিল ৮, ২০২৫ ১২:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

আসন্ন পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ বাঙালি জাতির প্রাণের উৎসব কে কেন্দ্র করে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে আজ ৭ এপ্রিল সোমবার বিকাল ৩ টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে পহেলা বৈশাখ ১৪৩২ সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল লুসিকান্ত হাজং, অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (দক্ষিন) বরিশাল বেলাল হোসাইন, পিপিএম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদসহ আরও অনেকে। শুরুতে পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা পহেলা বৈশাখ উদযাপনের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। আগামী ১৪ এপ্রিল সকাল ৯ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। এছাড়াও জেলা প্রশাসনের আয়োজনে বেলস্ পার্কে ৭ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হবে।