ঢাকাবুধবার , ৯ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে এবার  বৈশাখী মেলার অনুমতি দেবে না পুলিশ

ক্রাইম টাইমস রিপোর্ট
এপ্রিল ৯, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::  বরিশালে বৈশাখী মেলার অনুমতি দেবে না বরিশাল মেট্রোপলিটন পুলিশ। উদীচী, চাদের হাট, প্লানেট ওয়ার্ল্ড এর পক্ষ থেকে নগরীর বিএম স্কুল মাঠ, টিবি হাসপাতাল মাঠ ও শিশু পার্কে বাংলা নববর্ষের প্রথম দিন থেকে তিনদিনের বৈশাখী মেলার আয়োজন হতো। বিএমপি কমিশনার মো: শফিকুল ইসলাম জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে এ বছর বাংলা নববর্ষে বরিশাল নগরীতে কোন মেলার আয়োজন করতে দেয়া হবে না।

 

তবে যে কোন শোভাযাত্রা সফলে পর্যাপ্ত নিরাপত্তাসহ সার্বিক সহায়তা করা হবে। এদিকে বরিশাল চারুকলার পক্ষ থেকে চলছে শোভাযাত্রার যৎসামান্য প্রস্তুতি। সেখান থেকে জানানো হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে এবার শোভাযাত্রার যৎসামান্য প্রস্তুতি নেয়া হচ্ছে। জনতার সাড়া পাওয়া গেলে শোভাযাত্রা সীমিত পরিসরে হবে।