ঢাকাবৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে বিএনপি নেতা জাকির ডাকুয়ার বিরু*দ্ধে  জমি দখলচেষ্টার অভিযোগ

ক্রাইম টাইমস রিপোর্ট
এপ্রিল ১০, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বাকেরগঞ্জে বিএনপি নেতা জাকির ডাকুয়ার বিরু*দ্ধে  জমি দখলচেষ্টার অভিযোগ।

বরিশালের বাকেরগঞ্জের চরাদি ইউনিয়ন বিএনপি নেতা জাকির ডাকুয়ার বিরুদ্ধে শ্বশুরবাড়ির জমি দখলচেষ্টা এবং আত্মীয়দের ঘর ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। গত ৪ এপ্রিল সকালে চরাদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব জাকির ডাকুয়ার হুকুমে আমজাদ হোসেন খানসহ নারী-পুরুষ পার্শ্ববর্তী চরামুদ্দি ইউনিয়নের বাদলপাড়া গ্রামে গিয়ে হামলা-ভাঙচুর করেছে। এই ঘটনায় বিএনপি নেতাসহ ৫ জনের নাম উল্লেখ করে বাকেরগঞ্জ থানা পুলিশে একটি অভিযোগ করেছেন মাজেদা খাতুন নামের ৭০ বছর বয়সি বৃদ্ধা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতাসহ অভিযুক্ত সকলে সম্পর্কে বাদীর আত্মীয়স্বজন। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল।

বাদী অভিযোগে উল্লেখ করেছেন, ওয়ারিশসূত্রেপ্রাপ্ত জমি জবরদখল করতে জাকির ডাকুয়া দীর্ঘদিন ধরে পায়তারা চালিয়ে আসছিলেন। স্বৈরাচার আওয়ামী লীগের শাসনামলে একাধিকার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলেও ৫ আগস্টের পরে তার স্ত্রীসহ লোকজন হয়রানি অব্যাহত রাখেন। সর্বশেষ ৪ এপ্রিল বিএনপি নেতার হুকুমে তার স্ত্রীসহ ৫ জন এসে রান্নাঘর ভেঙে ফেলে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে। তখন তাদের প্রতিরোধে এগিয়ে গেলে খুন-জখমের হুমকি দিয়ে বীরদর্পে চলে যায়। এতে আতঙ্কগ্রস্ত হয়ে মাজেদা খাতুন বাদী হয়ে সোমবার বাকেরগঞ্জ থানায় বিএনপি নেতা জাকির ডাকুয়াসহ ৫জনের বিরুদ্ধে অভিযোগটি করেন।

গত বছরের ডিসেম্বর মাসে একই ধরনের সন্ত্রাসের শিকার হয়েছেন তিনি, যে ঘটনায় তখন তার প্রবাসী ছেলে সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাসে অভিযোগও করেছিলেন। ওই সময় প্রশাসনের তরফে কেনো সহযোগিতা না পেলেও কিছুদিন অত্যাচার বন্ধ ছিল। কয়েক মাস বাদে এখন আবার নতুন করে জ¦ালাতন শুরু হয়েছে।

এই ঘটনায় ভুক্তভোগী মাজেদা খাতুনের অভিযোগটি গুরুত্ব দিয়ে দেখছেন বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি মো. সফিকুল ইসলাম। পুলিশ কর্মকর্তা জানান, বৃদ্ধর অভিযোগটি এসআই পদমর্যাদার একজন কর্মকর্তাকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি প্রতিবেদন দিলে আর তাতে অভিযোগসংক্রান্তে প্রমাণ মিললে পরবর্তীতে এজাহার হিসেবে গ্রহণ করে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

 

ঘটনার বর্ণনা দিয়ে এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আংশিক শুনেই উপজেলা বিএনপির সদস্যসচিব নাসির হাওলাদার বিস্ময়প্রকাশ করেছেন। এবং তিনি জানান, বিষয়টি সম্পর্কে জানতে তাদের সহযোগী ছাত্রসংগঠনের কজন নেতার কাছ থেকে কিছুটা জেনেছেন। পরবর্তীতে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে জেলার শীর্ষ নেতাদের অবহিত করার কথা জানিয়েছেন এই বিএনপি নেতা।

তবে স্ত্রীসহ লোকজন পাঠিয়ে শ্বশুরবাড়িতে গন্ডগোল করার বিষয়টি অস্বীকার করছেন ইউনিয়ন বিএনপি নেতা জাকির ডাকুয়া। তার দাবি, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি।’