
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে উপজেলা পর্যায়ে উন্মুক্ত বিনোদনের জন্য শিশু পার্ক উদ্বোধন
ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় হাইজিন কর্নার, অভিভাবকদের জন্য ছাউনি এবং উপজেলা পর্যায়ের শিশুদের উন্মুক্ত বিনোদনের জন্য শিশু পার্কের উদ্বোধন করেছেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (০৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরের ডাক বাংলোর সামনে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক শিশুদের নিয়ে ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে উপজেলা পর্যায়ের উন্মুক্ত শিশু পার্কের উদ্বোধণ করেছেন।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খানের পরিকল্পনায় পৌরসভার অর্থায়নে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড স্থাপনের মাধ্যমে শিশু পার্কটি দৃষ্টিনন্দন করে ফুটিয়ে তোলা হয়েছে।
উদ্বোধনী দিনেই শত শত শিশুদের নিয়ে তাদের অভিভাবকরা ছুটে আসেন গৌরনদী শিশু পার্কে। দীর্ঘদিন থেকে উন্মুক্ত বিনোদন বঞ্চিত গৌরনদীবাসীর স্বর্তস্ফূর্ত অংশগ্রহণ দেখে আবিভূর্ত হয়েছেন শিশু পার্ক নির্মানের প্রধান উদ্যোক্তা উপজেলা নির্বাহী অফিসার ও তার সহধর্মীনি অ্যাডভোকেট ফাতিমা আক্তার।
ওইদিন বিকেলে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে গৌরনদীর বাটাজোর অশ্বীনি কুমার ইনষ্টিটিউট এবং মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ে হাইজিন কর্নার ও গৌরনদী সরকারি মডেল প্রাথমকি বিদ্যালয়ে অভিভাবক ছাউনির উদ্বোধণ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান, প্রেসক্লাবের কো-আহবায়ক জহুরুল ইসলাম জহির, খোন্দকার মনিরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সহধর্মীনি ইসাবেলা ইয়াসমিন, বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী সাহেদ আহমেদ চৌধুরী প্রমুখ।