ঢাকাশনিবার , ১২ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে আভাসের উদ্যোগে ১২০ জন গৃহকর্মীকে সাস্থসেবা প্রদান

ক্রাইম টাইমস রিপোর্ট
এপ্রিল ১২, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: নগরীর ১৫১ কীর্তনখোলা সরকারী প্রাইমারি স্কুল প্রাংগনে শতাধিক ১২ এপ্রিল,২০২৫ তারিখে (১২০ জন) গৃহকর্মীর সাস্থসেবা নিশ্চিতে হেলথক্যাম্প ও ওষুধ সুবিধা প্রদান করা হয়েছে। অক্সফাম ও ইউরোপীয় ইউনিয়ন এর আর্থিক সহযোগিতায়, আভাস বরিশালে গৃহকর্মীদের জন্য একটি প্রকল্প বাস্তবায়ন করছে, তারই ধারাবাহিকতায় এই হেলথক্যাম্প অনুষ্ঠিত হয় পপুলার ডায়াগনিস্টিক সেন্টার লিমিটেড এই কার্যক্রমে বিশেষজ্ঞ চিকিতসক এবং লজিস্টিক সাপোর্ট দিয়ে সহায়তা করে। ডাক্তার রাফাত হাসান; মেডিসিন,লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ এবং ডাঃ তানজিনা তারান্নুম দিপু; নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ও মা ও শিশু রোগে অভিজ্ঞ এই হেলথক্যাম্পে অংশগ্রহন করে।

 

মুলত বরিশাল সিটি কর্পোরেশন এর ১০, ১১, এবং ১৫ নাম্বার ওয়ার্ডের গৃহকর্মীরা এই সুবিধা গ্রহন করে। শুরুতে সুবিধাভোগি গৃহকর্মীদের টোকেন প্রদান করা হয় । দুইজন প্রশিক্ষিত নার্সের মাধ্যমে রোগীদের ডায়াবেটিস ও ব্লাড প্রেশার টেস্ট করা হয়। এরপর বিশেষজ্ঞ ডাক্তার এর কনসাল্টেশন শেষে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। ক্যাম্পে কারিগরি সহযোগিতা দিয়েছে ডি ডব্লিউ এফ নার্সিং ইনস্টিটিউট এবং পপুলার ডায়াগনিস্টিক সেন্টার।