
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে সরকারি জমি দখ ল করে প্রভাবশালীদের ভবন নির্মাণ।
বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের জামবাড়ি বাজারে সরকারি রাস্তা দখল করে পাকা ভবন নির্মাণ করছে প্রভাবশালীরা। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়- রবিবার (১৩ এপ্রিল) ওই এলাকার বসন্ত গাইনের ছেলে প্রভাবশালী বিপুল গাইন আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সরকারি রাস্তা ও পানি উন্নয়ন বোর্ডের জমি ক্ষমতার দাপটে জোরপূর্বক দখল করে পাকা ভবন নির্মাণ কার্যক্রম শুরু করে। স্থানীয়রা বাঁধা দিলে বিপুল গাইন তাদেরকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয় এবং অবৈধ ভবন নির্মাণ কার্যক্রম চালাচ্ছে।
এ ব্যপারে অভিযুক্ত বিপুল গাইন বলেন- সরকারি জমি দখল করবো কিনা এটা একান্ত আমার বিষয়। প্রশাসনের সাথে আমি পরে কথা বলবো।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান- সরেজমিনে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে ওই ভূমিদস্যু প্রভাবশালীর কবল থেকে সরকারি জমি দখল মুক্ত করার লক্ষে অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সু-দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।