ঢাকারবিবার , ১৩ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে  বখা টেদের দখলে নগরীর বিনোদন কেন্দ্রগুলো ঘটছে সংঘর্ষ, মা দক সেবন, ইভটি জিং ও ছিন তাই এর ঘটনা

ক্রাইম টাইমস রিপোর্ট
এপ্রিল ১৩, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে  বখা টেদের দখলে নগরীর বিনোদন কেন্দ্রগুলো ঘটছে সংঘর্ষ, মা দক সেবন, ইভটি জিং ও ছিন তাই এর ঘটনা।

নিরাপত্তা ছিল তা এখন নেই ৩০ গোডাউন এলাকায়। কিশোর বয়সিদের উৎপাত বেড়েছে ভয়ংকর আকারে। তারা প্রকাশ্যে মাদক সেবন সহ সব ধরনের অপকর্ম করছে সকলের সামনেই। ১০/১৫ জনের দলে আসে তারা। বাধা দিলে তাদের হামলার শিকার হতে হয় তাই কেউ প্রতিবাদও করেনা। বর্তমানে গোডাউনের নদীর পার এলাকার সাইলো জেটির পার্শবর্তী স্থানটিতে সন্ধ্যা হলেই গাজার আসর হয় বলে জানান তিনি। পুলিশের উপস্থিতি একেবারেই নেই বললেই চলে তাই এমন অবস্থা বলে অভিযোগ করেন এই ব্যক্তি। এমন অবস্থা নিয়ন্ত্রনে না আনলে এসকল স্থানে ভদ্রলোকের আনাগোনা কমে যাবে বলে মন্তব্য করেন এই ব্যক্তি।
ভয়ংকর অবস্থা বিএম স্কুল সংলগ্ন কাঞ্চন পার্কটির। এখানে প্রতিদিন হাটতে আসেন ব্যাংক কর্মকর্তা তন্নী আক্তার নামের নারী। তিনি জানান, সন্ধ্যার পর পার্কে মাদকের আড্ডা হয় প্রকাশ্যে। বেশ বিব্রত পরিস্থিতির মধ্যেই তাদের এখানে আসতে হয়। একেবারেই অল্প বয়সিরা এ ধরনের অপরাধ করলেও কেউ কিছু বলতে পারেনা তাদের। এই এলাকায় তার পরিচিত এক ব্যাক্তি কিছুদির পূর্বে ছিনতাই এর শিকার হয়েছে বলেও জানায় এই নারী। এদের নিয়ন্ত্রনে আইনশৃংখলা বাহিনীর আরও সক্রিয় হওয়া প্রয়োজন বলে জানান তিনি।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ঘটনাগুলো ঘটছে ঠিকই, তবে তারা তাৎক্ষনিক খবর না পেলে কিভাবে ব্যবস্থা গ্রহন করবেন। এছাড়া থানায় যে সংখ্যক পুলিশ সদস্য রয়েছে তাতে সর্বদা সব স্থানের নিরাপত্তা দেয়া কিছুটা কঠিন। তবে অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরও বলেন, যেহেতু এখন স্থানীয়রা এই বিষয়গুলো প্রত্যক্ষ করছেন তাই তাদের উচিৎ কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে পুলিশকে অবহিত করা। এছাড়া বিগড়ে যাওয়া কিশোর তরুনদের অভিভাবকদেরও উচিৎ তাদের সন্তানদের নিয়ন্ত্রন করা। সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কাদের সাথে মেলামেশা করছে এ বিষয়ে তাদের সজাগ ও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। আজ পহেলা বৈশাখে বিনোদন কেন্দ্রগুলো যেন সাধারন বাসিন্দাদের জন্য নিরাপদ থাকে সে বিষয়ে সজাগ রয়েছে কোতয়ালী মডেল থানা পুলিশ বলে জানান মিজানুর রহমান।