ঢাকামঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে চলমান উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে ইউএনও, ফারুক আহমেদ

ক্রাইম টাইমস রিপোর্ট
এপ্রিল ১৫, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নুরে আলম, বাবুগঞ্জ (বরিশাল) : বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার চলমান ও সমাপ্তি উন্নয়ন কাজের নিয়মিত পরিদর্শন করছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ।

বাবুগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকেই তিনি উপজেলার রহমতপুর, মাধবপাশা, জাহাঙ্গীরনগর, দেহেরগতি, চাঁদপাশা, কেদারপুর ইউনিয়ন সকল চলমান ও সমাপ্তি কাজের পরিদর্শন করে বিল প্রদান করে থাকেন। কাজ সন্তোষজনক না হলে বিল না দিয়ে পুনরায় কাজ করার আদেশ দেন।

মঙ্গলবার বেলা ১১ টায় রহমতপুর ও মাধবপাশা ইউনিয়নের টিআর, কাবিখা ও এডিপির চলমান ২০ টির অধিক প্রকল্প পরিদর্শন করে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন, আইসিটি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী সজল কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল হোসেন সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার ৬ ইউনিয়নে টিআর, কাবিখা, এডিপি ও রাজস্ব তহবিলের উন্নয়ন কাজ চলমান রয়েছে। এসব চলমান উন্নয়ন কাজের নিয়মিত পরিদর্শন ও সমাপ্তি কাজের চুড়ান্ত বিলের জন্য ঠিকাদার কিংবা সিপিসি আবেদন করলে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ সরেজমিন পরিদর্শন করে কাজের তদারকি করেন। সন্তোষজনক হলে বিল প্রদান করেন। অন্যথায় কাজ পুনরায় করার জন্য নির্দেশ দেন।

এসব কাজ পরিদর্শনকালে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে পরিদর্শন করেন তিনি। সর্বজনের আলোচনার মাধ্যমে কাজ সন্তোষজনক হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বিল প্রদান করেন।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, উপজেলার বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প সরেজমিনে বিভিন্ন দপ্তরের প্রধানগণকে, গণমাধ্যম কর্মী, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ প্রকল্প পরিদর্শন করা হচ্ছে। এবং সবার মতামতে এসব কাজ সন্তোষজনক হলে ঠিকাদার অথবা সিপিসিকে বিল প্রদান করা হবে। অন্যথায় কাজ সন্তোষজনক না হলে বিল প্রদান করা হবে না বলে পুনরায় কাজ সঠিকভাবে নির্দেশ প্রদান করা হবে। এবং উপজেলা প্রশাসনের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।