
স্টাফ রিপোর্টার :: ছয় দফা দাবিতে বরিশাল নগরীর নথুল্লাবাদে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা।
বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত প্রায় ১ ঘন্টা ঢাকা বরিশাল মহাসড়কে এই বিক্ষোভের ফলে নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পরে যাত্রীরা।
এর আগে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বাস স্ট্যান্ড চত্বরে অবস্থান নেয় তারা।
এ সময় শিক্ষার্থীরা জানান, ছয় দফা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলন চলাকালীন সময়ে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা উপস্তিত ছিলেন। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে আপাতত কর্মসূচি স্থাগিত করে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে গিয়ে অবস্থান নেয়।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা, জুনিয়র ইন্সট্রক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির হাইকোর্টের রায় বাতিল, যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল, চার বছর মেয়াদি কারিকুলাম এবং ইংরেজি মাধ্যম চালু সহ ছয় দফা দাবি। ###