ঢাকাবুধবার , ১৫ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আগামী ১৭ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিক্রির সিদ্ধান্তে আওয়ামী লীগ

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১৫, ২০২৩ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: আগামী ১৭ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিক্রির সিদ্ধান্তে আওয়ামী লীগ

 

আগামী ১৭ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। বুধবার (১৫ নভেম্বর) তপশিল ঘোষণার পর দলটির পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়। এর আগে নির্বাচনের তারিখ নির্ধারণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সন্ধ্যা ৭টায় বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

ঘোষিত তপশিল অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারির ৭ তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও মনোনয়ন দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। যা যাচাই-বাছাই করা হবে ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে। সেই সঙ্গে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।’