
নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীর কলাপাড়ায় ছোট বালিয়াতলী গ্রামে নিজ বাড়ির সামনের গাছ থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় শিক্ষার্থী লামিয়ার (১৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে চাম্বল গাছের ডাল থেকে কলাপাড়া থানার পুলিশ ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে।
নিহত লামিয়া বালিয়াতলী শিশু পল্লী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলে নিশ্চিত হওয়া গেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতের বাবা বাহার শিকদার ঢাকায় কর্মরত রয়েছেন। তার পাঠানো সংসার খরচের টাকা নিতে মা হালিমা বেগম সন্ধ্যা ৭টার দিকে ঘর থেকে বের হন।
এ সময় লামিয়া তার ছোট ভাই হাবিব ও নানী মইফুল বেগমের সঙ্গে ঘরে ছিলো। রাত আনুমানিক ৯টায় মায়ের ফিরতে দেরি হওয়ায় লামিয়া তাকে খুঁজতে ঘর থেকে বের হয়। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে মেয়েকে ঘরে না পেয়ে খোঁজতে বের হন হালিমা বেগম। হঠাৎ বাড়ির সামনের পুকুর পাড়ে চাম্বল গাছে গলায় ওড়না দিয়ে ফাস লাগানো লামিয়ার ঝুলন্ত মরদেহ দেখেন হালিমা বেগম।
সে চিৎকার করলে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। সোমবার দিবাগত মধ্যরাতে কলাপাড়া থানা পুলিশ লামিয়ার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, এটা আত্মহত্যা না অন্য কিছু তদন্ত করে দেখা হচ্ছে, লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।