ঢাকাবুধবার , ১৫ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নিরপেক্ষ সরকার ছাড়া তপশিল ঘোষণা : দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না, চরমোনাই পীর

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১৫, ২০২৩ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী তপশিল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, জন আকাঙ্খার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে নির্বাচনী তপশিল ঘোষণা জনগণের সঙ্গে তামাশার শামিল।

বুধবার রাতে এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। চরমোনাই পীর বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে দলীয় সরকারের বাইরে নিরপেক্ষ সরকার ছাড়া যে নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে তা দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না।

 

প্রতিক্রিয়ায় তিনি বলেন, আজকের নির্বাচনী তপশিলে দেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে না। বর্তমান নির্বাচন কমিশন আরও একটি প্রহসনের নির্বাচনের পথে হাটার যে ঘোষণা দিয়েছে তা জনগণ সফল হতে দেবে না।

প্রহসনের নির্বাচনী তপশিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান চরমোনাই পীর।