ঢাকাসোমবার , ২৮ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পার্টির  বরিশাল বিভাগের অতিরিক্ত মহাসচিব হলেন, ইকবাল হোসেন  তাপস

ক্রাইম টাইমস রিপোর্ট
এপ্রিল ২৮, ২০২৫ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণাঞ্চলে জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে প্রকৌশলী ইকবাল হোসেন তাপসকে বরিশাল বিভাগের অতিরিক্ত মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের শনিবার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এর ফলে, বরিশাল মহানগর জাপার সদস্য সচিব তাপস প্রেসিডিয়াম সদস্য পদ থেকে অতিরিক্ত মহাসচিব পদে উন্নীত হয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় পার্টির গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে আপনাকে অতিরিক্ত মহাসচিব (বরিশাল বিভাগ) হিসেবে নিয়োগ দেওয়া হলো। আমি (গোলাম মোহাম্মদ কাদের) বিশ্বাস করি, আপনি উক্ত পদে থেকে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।

জাপার অতিরিক্ত মহাসচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেন, দেশের বঞ্চিতদের অধিকার আদায়ের জন্য আমরা লড়াই করছি। এর অংশ হিসেবে সাংগঠনিক কার্যক্রমে নতুন উদ্যমে আরও গতি আনতে নেতাকর্মীদের সঙ্গে একসাথে কাজ করব।