নিজস্ব প্রতিবেদক :: পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
ভোলায় পুকুর থেকে মো. জিলন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে কি ভাবে সে মারা গেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৭ টার দিকে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চরবাপ্তা গ্রামের আবুল বশারের পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়। ভোলা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবু জাফর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। জিলন শহরের পৌর ৯ নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি মো: শাহীন ফকির বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিলনের পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশ সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।