ঢাকারবিবার , ৩১ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল নার্সিং কলেজের বির্তকিত ৩ শিক্ষককে বয়কটের ঘোষণা শিক্ষার্থীদের

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ৩১, ২০২৫ ১২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নাসিং কলেজের তিন শিক্ষকের অপসারণের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শনিবার বেলা সাড়ে এগারোটায় বরিশাল সরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় তারা ওই কলেজের বির্তকিত তিন শিক্ষককে বয়কটের ঘোষণা দিয়েছেন।

বিক্ষুব্দ শিক্ষার্থীরা জানায়, শিক্ষার মানোন্নয়নে গত মে মাসে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে কয়েকজন শিক্ষক বহিরাগতদের নিয়ে তাদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় তারা অভিযুক্ত তিন শিক্ষকের অপসারণের দাবি জানিয়ে আসছিলো। কিন্তু তাদের দাবি পূরন না হওয়ায় তারা ক্লাস বর্জন করে বিক্ষোভ করে আসছেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও বলেন, ‎গত ৬ মে চার দফার যৌক্তিক দাবিতে সারাদেশের সকল নার্সিং কলেজের সাথে একাত্মতা রেখে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে।

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রত্যক্ষ মদদদাতা, বহিরাগতদের ডেকে এনে শিক্ষার্থীদের লাঞ্ছনা, হেনস্তা ও হুমকি প্রদানসহ বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন করে ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম, আধিপত্য বিস্তার, নারী শিক্ষার্থীদের সাথে আপত্তিকর শব্দ ব্যবহার ও যৌণ হয়রানিসহ একাধিক গুরুত্বর অভিযোগে অভিযুক্ত শিক্ষক আলী আজগর কলেজ থেকে অপসারিত হয়নি।

‎এছাড়াও শিক্ষার্থীদের হুমকি প্রদান, হামলায় সরাসরি অংশগ্রহণ করা, নারী শিক্ষার্থীদের সাথে অশালীন ও কুরুচিপূর্ণ আচরনসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত অন্য দুই শিক্ষক সাইব হোসাইন রনি এবং ফরিদা বেগমও স্বপদে বহাল রয়েছেন।

দ্রুত এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন।