
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস চাঁপায় মোটর সাইকেল অরোহী দুই ঠিকাদার নিহত হয়েছে। সোমবার বিকেলে নগরীর সিএন্ডবি এক নম্বর পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন। নিহতরা হলেন-নগরীর কালুশাহ সড়কের বাসিন্দা আব্দুল আজিজের ছেলে মো. মাহবুবুর রহমান (৬০) ও করিম কুটির এলাকার বাসিন্দা মো. ইমরান হোসেন (৪০)। উভয়ে ঠিকাদার।
কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ঠিকাদার দুইজন মোটর সাইকেলযোগে কাজিপাড়া থেকে বের হয়ে এক নম্বর সিএন্ডবি পোলে বের হয়। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাস এসে তাদের চাঁপা দেয়। স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে।
ওসি বলেন, বাসটি আটক করা হয়েছে। দুই জনের লাশ বিনা ময়না তদন্তে নিয়ে গেছে। পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।