
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি’র) মাসিক অপরাধ সভায় ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠত্বের পুরষ্কৃত হয়েছেন সার্জেন্ট তানভীর।
গত (১৫ মে ২০২৫) বৃহস্পতিবার সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে অন্যান্য পুলিশ কর্মকর্তাদের সাথে সার্জেন্ট তানভীরের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।
ওয়ারী ট্রাফিক জোনের সার্জেন্ট হিসেবে সার্জেন্ট তানভীর শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট নির্বাচিত হয়েছেন।
সার্জেন্ট তানভীর মাহমুদ সুমন বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভুতেরদিয়া গ্রামের কৃতি সন্তান।
যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় ডিএমপির মাসিক এ অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ মাসুদ করিম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলীসহ যুগ্ম পুলিশ কমিশনারসহ , উপ-পুলিশ কমিশনারগণ, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।