ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে বাবার শ*ত্রু*তার জেরে ছেলেকে কু*পি*য়ে জ*খ*ম

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ২২, ২০২৫ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিনিধি ::: পটুয়াখালীর বাউফলে বাবার শত্রুতার জেরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় তাওসিফ ইসলাম অর্ক (১৭) নামে পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২১ মে) রাত সাড়ে ৮টার দিকে বাউফল পৌর শহরের হাসপাতালের সামনের সড়কে এই ঘটনা ঘটে।

আহত অর্ক পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র এবং উপজেলার কৃষকদলের সাবেক আহ্বায়ক তৌহিদুল ইসলাম ফয়সালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০ মে অর্কের বাবা তৌহিদুল ইসলাম ফয়সাল বাউফলের এক মোটরসাইকেল চালক মোসারেফকে পিটিয়ে থানায় সোপর্দ করেন। এরপর প্রতিশোধমূলকভাবে দুর্বৃত্তরা ফয়সালের ছোট ছেলে, সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাহসিন ইসলাম সূর্য (১২)-কে মারধর করে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে বড় ছেলে অর্ককে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহারুখ বলেন, ‘অর্কের ডান পায়ে গভীর জখম হয়েছে। তিনটি রগ কাটা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয়েছে।’

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ‘পুলিশ আইনগত কার্যক্রম শুরু করেছে। বিস্তারিত পরে জানানো হবে।’