
নিজস্ব প্রতিবেদক::: রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় রহমতপুর সরকারী
প্রাথমিক বিদ্যালয় রাশেদ খান মিনন উচ্চ মাধ্যমিক ও সহ বাবুগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা করেছে বরিশাল মহানগর জামায়াতের ইসলামীর আমির জহির উদ্দিন মোহাম্মদ বাবর নেতৃত্বে
বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাও রফিকুল ইসলাম, রহমতপুর ইউনিয়নের জামায়াতে ইসলামী সাইফুল ইসলাম, রহমতপুর ইউনিয়নে নায়েবে আমীর মাস্টার দেলোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মীরা ও বাবুগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের নেতা কর্মী উপস্থিত।
বৃহস্পতিবার প্রতিটি প্রতিষ্ঠানে গিয়ে তারা এ মতবিনিময় সভা করেন।
এ সময় রাশেদ খান মেনন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অধ্যক্ষ আবু জাফর সিকদার, রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন সহ নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানগন, বাংলাদেশ জামায়াত সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জামায়াতের নেতৃবৃন্দ বলেন,
জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন সমাজের ফেতনা ও বিশৃঙ্খলা দূরীকরণে শিক্ষক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষার্থীদের আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজ গঠনে সাধারণ মানুষকে লালন করার জন্য অনুপ্রেরণা যোগায়। এ সময় জামায়াতের নেতৃবৃন্দ আরো বলেন, আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ নির্মান করতে চাই, যেই বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঐক্যবদ্ধভাবে যে বিজয় অর্জিত হয়েছে সেই চেতনাকে রক্ষা এবং সব ধরণের প্রতিবিপ্লব রুখে দেওয়ার জন্য লড়ে যাবেন তারা।