ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কে*ন্দ্রী*য় প্রতিনিধি দলের ম*তবিনিময় সভা

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ২২, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনের বাস্তবতা, কাঙ্ক্ষিত ছাত্ররাজনীতির রূপরেখা, আবাসন ও খাবারের মানোন্নয়ন, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও অংশগ্রহণসহ নানা বিষয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহিরুল ইসলাম দিপু পাটোওয়ারী, যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান রিংকু ও তারেক হাসান মামুন। এছাড়া উপস্থিত ছিলেন ববি ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ, সহ-সভাপতি কাইয়ুম তালুকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক তানভীর রহমান তুলিব, যুগ্ম সম্পাদক রুহুল রাজীব, সাংগঠনিক সম্পাদক রউফুন রীশাদ হামিমসহ অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

সভায় নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ছাত্রলীগ শিক্ষাঙ্গনে সহিংস রাজনীতি ও গেস্টরুম সংস্কৃতি চালু রেখেছে, যা ছাত্ররাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে। তারা শিক্ষার্থীবান্ধব পরিবেশ গঠনে ছাত্রদলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তারা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং এর বাস্তব রূপ দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। নেতারা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শ্রেণীকক্ষ ও আবাসন সংকট নিরসনে আগামী দিনে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

সভায় অনলাইনে শিক্ষার্থীদের হয়রানি, সাইবার বুলিং এবং গুজব-অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। ছাত্রদলের নেতারা বলেন, শিক্ষার্থীদের অধিকার ও গণতন্ত্র রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাবেন।