
মো: আম্মার হোসেন আম্মান :: বরিশালর ঐতিহ্যবাহী আল জামিয়া আল ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসা ও মাহমুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পথে মৃত্যুফাঁদ! গুরুত্বপূর্ণ দুই শিক্ষা প্রতিষ্ঠানের রাস্তায় ড্রেনের বেহাল দশা, চরম ঝুঁকিতে শিক্ষার্থীরা
বরিশাল নগরীর আল-জামিয়া আল-ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসা ও ৮৬নং মাহমুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল সংযোগ রাস্তায় ড্রেনেজ সমস্যার কারণে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ। খোলা ড্রেন ও ভাঙা রাস্তার কারণে প্রতিদিন শত শত কোমলমতি শিক্ষার্থীকে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। এর ফলে যেকোনো সময় ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা।
ছবিতে দেখা যায়, রাস্তায় বড়সড় ড্রেন খোলা অবস্থায় পড়ে আছে—চারপাশে নেই কোনো সতর্কতা চিহ্ন বা নিরাপত্তা ব্যবস্থা। ভাঙা ইটের স্তূপ ও আবর্জনা ড্রেনের চারপাশে জমে আছে দিনের পর দিন। আর রাস্তার একপাশে রয়েছে মাদ্রাসা গেট, অপরদিকে প্রাথমিক বিদ্যালয়—সোজা রাস্তার দুই প্রান্তে দুটি প্রতিষ্ঠানে প্রতিদিন শতাধিক শিক্ষার্থীর চলাচল।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ড্রেনটির সংস্কার হয়নি। কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কোনো সাড়া মেলেনি। বর্ষাকালে এ রাস্তা সম্পূর্ণ অচল হয়ে পড়তে পারে। এখন শুকনো সময়েও ড্রেন খোলা পড়ে থাকায় শিক্ষার্থী ও এলাকাবাসীর চলাফেরা চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
একজন অভিভাবক বলেন, “সকাল-বিকাল বাচ্চাদের নিয়ে স্কুলে আসা এখন আতঙ্কের বিষয়। একটু অসাবধান হলেই দুর্ঘটনা ঘটে যেতে পারে।”
শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বলছে, “ড্রেনের এই অবস্থা শুধু শিক্ষার্থীদেরই নয়, শিক্ষক-অভিভাবকদেরও ভোগান্তির কারণ। আমরা একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন দ্রুত ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।”
বরিশাল সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অবিলম্বে এই ড্রেন সংস্কার ও রাস্তাটি নিরাপদ করার দাবি জানিয়েছেন, স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা, অভিভাবক ও এলাকাবাসী।