
খবর বিজ্ঞপ্তি :: এতদ্বারা সম্মানিত ভূমি মালিকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৫-২৭ মে তারিখে জেলা প্রশাসকের কার্যালয়,বরিশাল-এর রেকর্ড রুম চত্বরে “ভূমি মেলা ২০২৫” আয়োজন করা হবে। ভূমি মেলায় উপস্থিত হয়ে খুব সহজেই অথবা যে কোনো স্হান হতে land.gov.bd সেবা পোর্টালের মাধ্যমে ভূমি উন্নয়ন কর, নামজারি এবং অন্যান্য ভূমিসেবা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
যাদের ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা বকেয়া আছে তাদেরকে ৩০ জুনের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য অনুরোধ করা হলো। ভূমি উন্নয়ন কর পরিশোধ না থাকলে জমি বিক্রয় বা অন্য কোনোভাবে হস্তান্তর করা যায় না। অনাদায়ী ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য “সরকারি দাবী আদায় আইন-১৯১৩” মোতাবেক সার্টিফিকেট মামলা দায়ের এবং ”রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ত্ব আইন-১৯৫০” মোতাবেক ভূমি খাস করার বিধান রয়েছে।
২৫ মে হতে ২৭ মে ২০২৫ এর মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়, বরিশাল-এর রেকর্ড রুম চত্বরে আয়োজিত ভূমি মেলায় এসেও ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন এবং অন্যান্য ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন।
নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি
নিজের জমি সুরক্ষিত রাখি
আজহারুল ইসলাম
সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর, বরিশাল।