ঢাকাবৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩

মিছিলে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১৬, ২০২৩ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করায় নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আনন্দ মিছিলে অংশ নিয়ে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। মিছিলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

 

নিহতের নাম আমাল হোসেন ভূইয়া (৪৩)। তিনি উপজেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক ছিলেন।

নিহত আমাল ভূঁইয়া উপজেলার সদর ডাকবাংলো এলাকার ফাইজুদ্দিনের ছেলে। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহসীন নাজির।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে আনন্দ মিছিলটি শিবপুর কলেজগেট মডেল মসজিদের সামনে এসে পৌঁছালে হঠাৎ বুকে ব্যথায় ঢলে পড়েন তিনি। পরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে জেলা হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।