ঢাকাশনিবার , ৩১ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে নাসরিনের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৪তম শা*হা*দা*ত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ৩১, ২০২৫ ১২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে নাসরিনের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশালে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজ খানম নাসরিনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার (৩১ মে) নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রার্থনা করা হয়।

আফরোজ খানম নাসরিন বলেন, “শহীদ জিয়ার স্বপ্ন ছিল একটি স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ। তাঁর আদর্শকে ধারণ করেই আমাদের পথ চলতে হবে।”