মো: রমজান হোসেন :: নওগাঁর মহাদেবপুরে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত
নওগাঁর মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের অন্তর্গত ১০নং ভীমপুর ইউনিয়ন ছাত্রলীগের অধিনস্ত ৭,৮ ও ৯নং ওয়ার্ডে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (১৫ নভেম্বর,২০২৩) বিকাল ০৩ টায় হাট চকগৌরী উচ্চ বিদ্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন ভীমপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ও মহাদেবপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক, মোঃ বিপ্লব হোসেন। প্রধান অতিথি: মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জনাব ছলিম উদ্দিন তরফদার এমপি।বিশেষ অতিথি মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,জনাব আহসান হাবীব (ভোদন)।উপস্থিত ছিলেন: ভীমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাবঃ মোস্তাফিজুর রহমান,সাধারণ সম্পাদক জনাবঃ আতাউর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক জনাবঃ কামরুজ্জামান বাবু,মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জনাবঃ আবু মূসা আল আশারী,সাধারণ সম্পাদক জনাবঃ তনু কুমার দেব,যুগ্ম সাধারণ সম্পাদক জনাবঃ শাহারিয়া আল সজিব,ফারহান রেজা প্রিন্স,আইন বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন (রনি),ভীমপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রাসেল মাহমুদ,শাওন হাসনাত,জামিন ইসলাম,সাখাওয়াত হোসেন,সদস্য মোঃ রমজান হোসেন সহ ভীমপুর ইউনিয়ন ছাত্রলীগ ও সকাল ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সম্মেলনে বাংলাদেশ ছাত্রলীগের অবদান,বঙ্গবন্ধুর জীবন ও শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে বক্তব্য রাখেন নেতারা। সম্মেলনে নবনির্বাচিত কমিটিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়। সম্মেলন শেষে প্রায় দুই শতাধিক নেতা-কর্মীদের নিয়ে আনন্দ মিছিল বের করে ইউনিয়ন ছাত্রলীগ। মিছিলটি পুরো চকগৌরী বাজার প্রদক্ষিণ করে।