ঢাকাশনিবার , ১৮ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে টানা বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১৮, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠিতে টানা বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি

ঝালকাঠিতে টানা বৃষ্টি ও দমকা বাতাসে রোপা আমন ধান মাটিতে পড়ে পানিতে নিমজ্জিত রয়েছে। এতে ধানে চিটা হওয়াসহ বড় রকমের ক্ষতির শঙ্কা করছেন কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, ঝালকাঠিতে চলতি বছর ৪৮ হাজার হেক্টর জমিতে রোপা আমনের আবাদ করা হয়েছে। ঝড়ে অধিকাংশ জমির রোপা আপন ধান লুটিয়ে পড়েছে। এছাড়া, সবজি, পানের বরজ ও মাছের ঘের তলিয়ে গেছে।

ঝালকাঠি সদর উপজেলার তারুলী গ্রামের কৃষক মনির হোসেন বলেন, টানা বৃষ্টিতে আমার আমন ধানের অনেক ক্ষতি হয়েছে। মাছের ঘের তলিয়ে গেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুল ইসলাম বলেন, বৃষ্টিতে যেসব বীজের মাথায় ধান এসেছে, সেগুলো শুয়ে পড়তে পারে। কিন্তু এখনো বেশির ভাগ ধানে থোর পর্যন্ত হয়েছে। মাথায় ভার না হওয়ায় সেগুলো শুয়ে পড়বে না।

শীতকালীন সবজির বিষয়ে তিনি বলেন, যেসব স্থানে শীতকালীন সবজি চাষ করা হয়। সেই ক্ষেতগুলো সজ্জন বা কাঁদি পদ্ধতিতে। এজন্য পানি জমতে না পারায় কৃষকের ক্ষতির আশঙ্কাও কম।