ঢাকাশনিবার , ১৮ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হরতাল-অবরোধ বন্ধের দাবিতে রাজপথে নায়ক-নায়িকারা

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১৮, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বিনোদন ডেস্ক  :: বন্ধ করো হরতাল-অবরোধ, বন্ধ করো আগুন সন্ত্রাস’ লেখা ব্যানার-ফেস্টুন নিয়ে রাজপথে নেমেছে তারকাদের একাংশ। আজ শনিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

বিএনপির ডাকা হরতাল-অবরোধ বন্ধের দাবি জানিয়েছেন অভিনয়, সংগীতশিল্পী, নির্মাতা, প্রযোজক, সুরকার ও সংগীত পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন রিয়াজ আহমেদ, নিপুণ আক্তার, ফেরদৌস আহমেদ, তুষার খান, খায়রুল আলম সবুজ, শম্পা রেজা, রাশেদ সীমান্ত, জ্যোতিকা জ্যোতি, ঊর্মিলা শ্রাবন্তী কার, তারিন জাহান, তানভীন সুইটি, শমী কায়সার, মাহিয়া মাহি, নিমা রহমান, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, সালাহউদ্দিন লাভলু, মিলন ভট্ট, গায়ক এসডি রুবেল, গায়ক ও সংগীত প্রযোজক ধ্রব গুহসহ অনেকে।

Pause

Unmute
Remaining Time -10:21

Close Player
‘ধ্বংসের বিরুদ্ধে শিল্পীসমাজ’র ব্যানারে একত্রিত হয়ে তারা বলেন, জনগণের পেটে লাথি মেরে কোনোভাবেই জনগণের জন্য কাজ করা যায় না। হরতাল অবরোধের মাধ্যমে বিএনপি-জামায়াতের রাজনীতি জনগণের ক্ষতি করছে। যারা নিম্নবিত্ত তাদের তারা হত্যা করছে আগুনসন্ত্রাসের মাধ্যমে। পুলিশ মারা যাচ্ছে, সাংবাদিক আহত হচ্ছে। এসব আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করছে। নতুন প্রজন্মের কাছে নেতিবাচক রাজনীতিকে তুলে ধরছে। আমরা এটি চাই না।

সে সময় রিয়াজ আহমেদ বলেন, আজ আমরা রাস্তায় দাঁড়িয়েছি কারণ বাংলাদেশকে আমরা সবাই ভালোবাসি। বাংলাদেশের পক্ষে শিল্পী সমাজ আজ রাস্তায় এসে দাঁড়িয়েছি। … প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আত্মমর্যাদা ফিরিয়ে দিয়েছেন, আমরা তা রক্ষা করতে রাজপথে থাকব। আমরা শিল্পীরা সবাই একত্রিত হয়ে দেশবিরোধী শক্তিকে প্রতিহত করব।

তারিন জাহান বলেন, আমি একজন নাগরিক, একজন শিল্পী। নাগরিক হিসেবে আমাদের চাওয়াটা কি! আমরা চাই আমাদের নিজেদের নিরাপত্তা, আমাদের জানমালের নিরাপত্তা। দেশ এগিয়ে যাক। সেই চাওয়াকে পূর্ণ করছেন সেটি সম্পর্কে আমাদের প্রত্যেকেরই জ্ঞান আছে। প্রত্যেক মানুষেরই স্বাধীনতা আছে, রাজনীতিতে সে কোন দলকে সাপোর্ট করবে। এ নিয়ে কারও কোনো কিছু বলার অধিকার নেই। আমি কেন অন্য দলকে সাপোর্ট করব, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় আমাদের আজেবাজে কথা বলে। আমাকে দালাল, তেলবাজ বলে। তবে হ্যাঁ আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ সারা জীবন তাই করে যাব। আপনাদের ভালো লাগলে লাগুক না লাগলে আমাদের কিছু করার নেই।