নিজস্ব প্রতিবেদক :: বাবুগঞ্জে এমপি গোলাম কিবরিয়া টিপুর পক্ষে লাঙ্গল প্রতীকের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাবুগঞ্জ উপজেলায় জাতীয় পার্টির স্থায়ী কমিটির সদস্য, বরিশাল ৩ আসনের সাংসদ ও শিক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর পক্ষে রহমতপুর ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মো সুমন হোসেন শাওনের আয়োজনে লাঙ্গল মার্কায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা নতুন ভবনের সামনে শেষ হয় ।
এ সময় বাবুগঞ্জ উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মাইনুল সরদারের সঞ্চালনায় এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, রহমতপুর ইউনিয়ন জাতীয় পার্টির অন্যতম নেতা নুরুল ইসলাম মাস্টার, মাসুদ পারভেজ, কামাল হাওলাদার, আঃ গনি খান, আঃ রাজ্জাক মল্লিক, মহিলা নেত্রী মোসাঃ মাকসুদা আক্তার, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ শাখার সভাপতি মাহেদুল ইসলাম মুন্না, রহমতপুর ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মো সুমন হোসেন শাওন, সাবেক সভাপতি, রাকিব হাসান, খালেদ হোসেন শান্ত, আঃ কাইয়ুম হাওলাদার, মুহিতুল ইসলাম তামিম, রাজিব হোসেন, সোহেল রানা, শুভ মৃধা, মোঃ শুভ, ইমরান মল্লিক, মারুফ হোসেন ও অনিক, বাপ্পি প্রমুখ।