ঢাকারবিবার , ১৫ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

দেশে অ*স্থি*রতা সৃ*ষ্টি করতেই ভারত বিদেশি নাগরিক পু শ ইন করছে: রিজভী

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ১৫, ২০২৫ ২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: দেশের মধ্যে ঝামেলা সৃষ্টির জন্যই ভারত বিদেশি নাগরিকদের পুশ ইন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৪ জুন) গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, পুশ ইনের মাধ্যমে ভারত পায়ে পারা দিয়ে, গায়ে ধাক্কা দিয়ে ঝামেলার সৃষ্টি করতে চাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে তারা এটি করতে থাকলে এর দায় তাদেরকেই নিতে হবে।

তিনি আরও বলেন, জনগণের টাকা পাচার করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ও মন্ত্রীরা লুটপাট করেছে। এর দায়ভার অবশ্যই শেখ হাসিনাকে নিতে হবে।