
নিউজ ডেস্ক :: বিশ্বজুড়ে দ্রুতগতিতে বাড়ছে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার প্রকাশিত সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে প্রায় ৩৫ কোটি নতুন মানুষ ইসলাম ধর্মে যুক্ত হয়েছেন।
গবেষণা শীর্ষক ‘গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ’ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করেন, যা মোট বৈশ্বিক জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ। এই হার বিগত এক দশকে অন্যান্য সব ধর্মের চেয়ে সর্বোচ্চ।
ইসলাম ধর্মে কেন এই প্রবৃদ্ধি?
পিউ রিসার্চের বিশ্লেষণে উঠে এসেছে, ইসলাম ধর্মে এই প্রবৃদ্ধি ধর্মান্তরের কারণে নয়, বরং প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধির ফল। গবেষণা অনুযায়ী:
মুসলিম পরিবারগুলোতে সন্তানের সংখ্যা তুলনামূলকভাবে বেশি।
মুসলিম জনগোষ্ঠীর গড় বয়স অন্যান্য ধর্মের অনুসারীদের তুলনায় কম।
ইসলামই একমাত্র ধর্ম, যেখানে ধর্মান্তরিত হয়ে ধর্ম গ্রহণকারীর সংখ্যা ধর্মত্যাগীদের তুলনায় বেশি।
অন্যান্য ধর্মের অবস্থান
খ্রিষ্টধর্ম এখনও বিশ্বের সর্ববৃহৎ ধর্ম হলেও এর অনুসারীর সংখ্যা ২০১০ সালের পর থেকে প্রায় ১.৮ শতাংশ হ্রাস পেয়েছে।
হিন্দুধর্ম বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম। বর্তমানে অনুসারীর সংখ্যা ১২০ কোটি, যা গত এক দশকে বেড়েছে ১২ কোটি ৬০ লাখ।
ইহুদি ধর্মের অনুসারী বেড়েছে প্রায় ১০ লাখ। বর্তমানে বিশ্ব জনসংখ্যার মাত্র ০.২ শতাংশ এই ধর্মে বিশ্বাসী।
শিখ, বাহাইসহ অন্যান্য ক্ষুদ্র ধর্মীয় গোষ্ঠীর সম্মিলিত অনুসারীর সংখ্যা প্রায় ২০ কোটি।
ধর্মহীন মানুষের সংখ্যাও বেড়েছে
গবেষণায় উল্লেখ করা হয়, যেসব মানুষ কোনো ধর্মে বিশ্বাস করেন না, তাদের সংখ্যাও অবশ্যই বেড়েছে। বর্তমানে বিশ্বে ধর্মহীন মানুষের সংখ্যা প্রায় ২০০ কোটি, যা ২০১০ সালের তুলনায় ২৭ কোটি বেশি।
এর মধ্যে শুধু চীনেই প্রায় ১৩০ কোটি মানুষ কোনো ধর্মের অনুসারী নন, যা বিশ্বে সর্বোচ্চ।
কমছে বৌদ্ধ ধর্মের অনুসারী
এক দশকে বৌদ্ধ ধর্মের অনুসারীর সংখ্যা হ্রাস পেয়েছে প্রায় ১ কোটি ৮৬ লাখ। এটি হলো একমাত্র বড় ধর্ম যার অনুসারীর সংখ্যা কমতির দিকে।