
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় মূর্তিমান আতঙ্ক আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ মিজান বাহিনীর হামলায় গুরুত্বর আহত বিএনপি নেতা মিন্টু মিয়া বরিশাল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার প্রস্তুতি চলছে।
এদিকে বিএনপির অফিস ভাংচুর ও হামলার ঘটনা এক সপ্তাহ অতিবাহিত হলেও জড়িতদের গ্রেফতার না করায় বিএনপির অধিকাংশ নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে।
উল্লেখ্য, ১১জুন বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে মাছের ঘের নিয়ে দ্বন্দ্বের জেড়ে মিজান বাহিনী মুড়িবাড়ি উত্তর সাতলা সততা মৎস্য ঘের দখল করার জন্য বিএনপির অস্থায়ী কার্যালয় ভাংচুর করে এবং হত্যার উদ্দেশ্যে সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিন্টু মিয়ার উপরর অতর্কিত হামলা চালায়। এমনকি মিন্টু মিয়াকে কুপিয়ে ও পিটিয়ে সজ্ঞাহীন করে ফেলেছে। বর্তমানে মিন্টু মিয়া বরিশাল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
ভূমিদস্যু আওয়ামী লীগের দোসর মিজান মিয়ার তান্ডব থেকে রক্ষা ও হামলার বিচারের দাবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
এদিকে অভিযুক্ত মিজান মিয়াকে অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন সাতলাবাসী।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মিজান মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।