ঢাকাবুধবার , ১৮ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জনতার হাতে ছাত্রলীগের কে*ন্দ্রী*য় নে তা আ*ট*ক

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ১৮, ২০২৫ ৩:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি কামাল খানকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা।

মঙ্গলবার (১৭ জুন) রাত ৯ টায় রাজধানীর আজিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহফুজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৯টায় আজিমপুরের সামনে রাস্তায় দেখা যায় তাকে। এ সময় জনতা তাকে চিনতে পেরে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তার চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান বলে জানান ওসি মাহফুজুল হক।