ঢাকাবৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজের জা*মিন না-ম*ঞ্জু*র

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ১৯, ২০২৫ ১২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজের জামিন না-মঞ্জুর।

 

বরিশালের ৩টি মামলায়  গ্রেফতারকৃত  মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সদর আসনের সাবেক সদস্য সদস্য জেবুন্নেছা আফরোজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার জামিনের আবেদন করলে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাবিবুর রহমান তা বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গতকাল বৃহস্পতিবার পুনরায় জামিনের আবেদন করা হবে বলে বরিশাল সদর থানার জিআরও জানিয়েছেন। তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় তিনটি মামলা রয়েছে। আজ বৃহস্পতিবার অপর একটি মামলার জামিনের শুনানি অনুষ্ঠিত হবে বলে সদর থানার জিআরও  এনামুল হক জানিয়েছেন।