
নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি গ্রামের অটোচালক জাহিদ হোসেনের স্ত্রী লিজা বেগম (২৮) ও ছয় বছর বয়সী ছেলে জুবায়ের রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা গেছে, ছেলেকে চিকিৎসা করিয়ে লিজা বেগম ও জুবায়ের ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে করে গতকাল রাত ১০টায় রাজাপুরের উদ্দেশ্যে রওনা দেন। তাদের ভোররাত আনুমানিক আড়াইটায় রাজাপুর মেডিকেল মোড় এলাকায় পৌঁছানোর কথা ছিল। রাত ১২টার দিকে স্বামী জাহিদ হোসেনের সঙ্গে শেষবার ফোনে কথা হয় লিজার। সে সময় তিনি জানান, “গাড়ি চলতেছে।”
কিন্তু এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ফোন নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানান জাহিদ হোসেন। পরিবার দিশেহারা হয়ে পড়েছে এবং সম্ভাব্য সকল স্থানে খোঁজখবর নিয়েও কোনো সন্ধান মেলেনি।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে— যদি কেউ লিজা বেগম ও জুবায়েরের সন্ধান পান বা কোনো তথ্য জেনে থাকেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে: 📞 জাহিদ হোসেন: ০১৭৩৪-৭০০৩৫৮
নিখোঁজ পরিবারের সদস্যরা সকলের সহযোগিতা কামনা করেছেন।