ঢাকাশুক্রবার , ২০ জুন ২০২৫

ফিলি*স্তি*নিদের প*ক্ষ নেওয়ায় তো*পের মুখে বলিউড অভিনে*ত্রী

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২০, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: গাজা এবং সমগ্র ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ের আজাদ ময়দানে আগামী ১৮ জুন একটি প্রচার সভার আয়োজন করেছে ভারতের বামপন্থী সংগঠনগুলো। আর এই প্রচার সভার কর্মসূচির পোস্টার সামাজিক মাধ্যমে শেয়ার করে তোপের মুখে পড়েছে বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।

পোস্টের ক্যাপশনে স্বরা ভাস্কর লিখেছেন, ‘মুম্বাই শহরের মানুষ, ১৮ জুন সকলে ফিলিস্তিনের জন্য উপস্থিত থাকবেন।’ এরপরই তার পোস্ট ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

ভারতীয় নেটিজেনদের দাবি, স্বরা মুসলিম সম্প্রদায়ের বিষয়ে সরব হলেও অন্যান্য সংখ্যালঘু কিংবা নির্যাতিত জনগোষ্ঠীর বিষয়ে মুখ খোলেন না।

একজন কটাক্ষ করে লেখেন, পেহেলগাম, সিরিয়া ও সুদানের খ্রিস্টান, পাকিস্তানের হিন্দুদের নিয়ে আপনার কোনও ভাবনা নেই। মুসলিমদের জন্য এত ভালোবাসা থাকলে বালোচিস্তানের মুসলিমদের কথাও বলুন।

আরও এক নেটিজেন কমেন্টে লিখেছেন, পেহেলগামে হামলার সময়ে তো আপনাকে এমন সরব হতে দেখা যায়নি। নিহতদের জন্য তো মুম্বাইবাসীদের ডেকে সভা করেননি। ফিলিস্তিদের জন্য এত কান্না কেন।

তবে কটাক্ষের মধ্যেও অনেকেই স্বরার পাশে দাঁড়িয়েছেন। তারা মনে করছেন, এই সময়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এখনও পর্যন্ত এই সমালোচনার কোনও জবাব দেননি স্বরা ভাস্কর। কিন্তু অতীতের মতো এবারও নিজের অবস্থানে অনড় থাকতে পারেন তিনি, এমনটাই ধারণা করছেন তার অনুরাগীরা।