ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চিকুন*গু*নি*য়া বিষয়ে সত*র্ক বা*র্তা, ১৪০ জনের শরীরে শনা*ক্ত

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৪, ২০২৫ ২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক ::

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআর,বি) জানিয়েছে, এ মাসের প্রথম ৩ সপ্তাহে ১৪০ জনের দেহে চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে। সোমবার প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক ল্যাবরেটরিজের বিভিন্ন শাখায় জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে আরটি-পিসিআর পরীক্ষা করাতে আসা ১৭১ জন রোগীর মধ্যে ১৪০ জনের দেহে চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৮২ শতাংশ, যা গত বছরের তুলনায় উদ্বেগজনকভাবে বেড়েছে।

এতে আরও বলা হয়েছে, ঢাকাবাসীসহ সবাইকে চিকুনগুনিয়া বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

চিকুনগুনিয়া কী?

চিকুনগুনিয়া একটি ভাইরাসজনিত রোগ। যা জিকা ও ডেঙ্গুর মত এডিস মশার মাধ্যমে ছড়ায়।

চিকুনগুনিয়া প্রতিরোধে যা করবেন

১. আশপাশে জমে থাকা পানি (যেমন ফুলদানি, টব, টায়ার, বালতি এধরনের পাত্রে) প্রতি ৩ দিনে একবার ফেলে দিন, যেন এডিস মশা বংশবিস্তার করতে না পারে।

২. অব্যবহৃত পানির পাত্র ঢেকে রাখুন এবং ব্যবহৃত পাত্রগুলো ভালোভাবে ঘষে পরিষ্কার করুন— কারণ মশার ডিম পাত্রের গায়ে লেগে থাকতে পারে।

৩. মশার আবাসস্থল ধ্বংস করতে মশানাশক স্প্রে বা ওষুধ ব্যবহার করুন।

৪. ঘরের ভেতরে স্প্রে, কয়েল,জানালায় নেট, এবং দিনে-রাতে মশারি ব্যবহার করুন।

৫. মশার কামড় এড়াতে হালকা রঙের ফুলহাতা জামা ও লম্বা প্যান্ট পরুন।

চিকুনগুনিয়ার উপসর্গ

হঠাৎ জ্বর, মাথাব্যথা, গিরায় গিরায় ব্যথা, পেশিতে ব্যথা, র‍্যাশ বা ফুসকুড়ি, বমিভাব ও দুর্বলতা চিকুনগুনিয়া, ডেঙ্গু ও জিকার উপসর্গে মিল থাকতে পারে।

ভুল চিকিৎসার ঝুঁকি এড়াতে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। নিজে জানুন, অন্যকেও জানান — চিকুনগুনিয়া সম্পর্কে সচেতন থাকুন।