ঢাকাবুধবার , ২৫ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল নগরীতে সরকারি চাল পা*চারকালে তিন ট্রা*ক আ*ট*ক, স্থা*নীয়দের সহায়তায় পুলিশের অভি*যান

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৫, ২০২৫ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের জর্ডন রোড থেকে কালোবাজারে পাচারের সময় সরকারি ওএমএস (ওপেন মার্কেট সেল) চাল ভর্তি তিনটি ট্রাক আটক করেছে স্থানীয় জনতা। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।

কোতোয়ালি থানার ওসি মো. মিজানুর রহমান জানান,

> “নগরীর জর্ডন রোড থেকে চাল ভর্তি তিনটি ট্রাক স্থানীয়রা আটক করে আমাদের খবর দেয়। সাব-ইন্সপেক্টর রুনু সরকার নেতৃত্বে পুলিশ গিয়ে চালসহ ট্রাক তিনটি থানায় নিয়ে আসে। বর্তমানে তদন্ত চলমান রয়েছে।”

চাল পাচার দৃশ্য দেখে সন্দেহ

জর্ডন রোড এলাকার বাসিন্দা মোস্তাফিজুল আলম সজিব বলেন,

> “গতকাল সন্ধ্যায় দেখি এক ট্রাক থেকে আরেক ট্রাকে চালের বস্তা অদলবদল করা হচ্ছে। জানতে চাইলে চালকরা একেকজন একেক রকম কথা বলে। এতে সন্দেহ হলে আমরা থানা পুলিশে খবর দেই।”

পুলিশ এসে জানতে পারে, সরকারি খাদ্য গুদাম থেকে বের হওয়া ওএমএসের চাল পটুয়াখালীতে পাচার করা হচ্ছিল। তিনটি ট্রাকে সাত টন চাল ছিল বলে জানিয়েছে পুলিশ।

তদন্ত সাপেক্ষে ব্যবস্থা

ঘটনাস্থলে যাওয়া এসআই রুনু সরকার বলেন,

> “চাল পাচারের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। চালকদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে ট্রাকসহ চাল জব্দ করে থানায় আনি। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

খাদ্য গুদাম কর্মকর্তাদের যোগসাজশে নিয়মিত পাচার!

স্থানীয়রা অভিযোগ করেছেন, সরকারি খাদ্য গুদামের ভেতরে থাকা অসাধু কর্মকর্তাদের সহায়তায় এভাবে চাল পাচার একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

> “পাচারকারী ধরা পড়লেও মূল হোতারা থাকে ধরা ছোঁয়ার বাইরে,”— বলছেন এলাকাবাসী।

এই ঘটনারও মূল পরিকল্পনাকারী ও গুদাম সংশ্লিষ্টদের তদন্তের আওতায় আনা হবে কিনা—তা নিয়ে জনমনে রয়েছে সন্দেহ।