ঢাকাবুধবার , ২৫ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগ*ঞ্জে হাত দিলেই উঠে যা*চ্ছে সড়কের পিচ ঢা*লাই

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৫, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ডিঙ্গারহাট ব্রিজের পূর্ব পাশ হয়ে কলসকাঠী বাজারের সাথে সংযোগ সড়কের নির্মাণকাজ চলছে। নির্মানাধীন সড়কের কার্পেটিং কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের অভিযোগ উঠেছে। সড়কের কিছু অংশ নির্মাণ কাজ কয়েকদিন আগেই শেষ হওয়া অংশে এখন হাত দিয়েই টানলেই সহজে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং।

এছাড়া ওই সড়কটির বিভিন্ন স্থানে পিস ঢালাই দেওয়া পাথর যানবাহনের চাকার সাথে উঠে যাচ্ছে। এতে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় এলাকাবাসী। জানা যায়, সড়কটি পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় ২ কোটি ১১ লাখ টাকা প্রক্কলিত ব্যয়ে নির্মাণ কাজ পায় মোহাম্মদ ইউনুছ এন্ড ব্রাদার্স লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।

ঠিকাদারী প্রতিষ্ঠান ২০২৩ সালের প্রথমদিকে সড়কটি নির্মাণ কাজ শুরু করেন। সড়কটি নির্মাণের শুরু থেকে স্থানীয়রা অভিযোগ তুলেন নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ কাজ করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান। এরপর টানা দুই বছর নির্মাণ কাজ বন্ধ থাকে। সম্প্রীতি সময়ে কার্পেটিং কাজ শুরু করা হয়। তবে কাজ শেষ হওয়ার আগেই সড়কের কার্পেটিং উঠে যাওয়া শুরু হয়েছে।

অনেক জায়গায় পিচ উঠে গিয়ে কাঁচা রাস্তার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, এটা কোনো উন্নয়ন কাজ না, সম্পূর্ণ টাকা আত্মসাতের ফন্দি। হাত দিয়েই যদি পিচ উঠে যায়, তাহলে এটা যে নিম্নমানের কাজ সেটা বোঝাই যাচ্ছে। এ বিষয়ে ইউনুস এন্ড ব্রাদার্স ঠিকেদারী প্রতিষ্ঠানের ঠিকাদার সঞ্জয়কে তার মুঠোফোনে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা এলজিইডি প্রকৌশলী মো: হাসনাইন হোসেন বলেন, সরেজমিনে সড়ক পরিদর্শন করে ঠিকাদারকে সঠিকভাবে নির্মাণ কাজ করা নির্দেশ দেওয়া হয়েছে। এরপর যদি কাজে অনিয়ম হয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।