
নিজস্ব প্রতিবেদক :: উজিরপুর উপজেলার প্রশাসনের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে এ প্রশিক্ষণ সভায় প্রধান আলোচক হিসেবে উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক বিশদ আলোচনা করে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম আলাউদ্দিন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ, উজিরপুর মডেল থানার এসআই তারেক আজিজ, উপজেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন। তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণের আয়োজনে ছিলো জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল,স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়।
এসময় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ও উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক বিশদ আলোচনা করে করেন। এছাড়া বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।