
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল ব্রজমোহন কলেজের আবাস সংকট দূর করাসহ পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা কলেজের জিরো পয়েন্টে জড়ো হয়ে এই বিক্ষোভ শুরু করেন। এরপর কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে প্রশাসনিক ভবনের সামনে এসে ভবনটিতে তালা ঝুঁলিয়ে দেন তারা।
এর মধ্যে দাবি না মানা পর্যন্ত ব্রজমোহন কলেজ শাটডাউন করার কথা উল্লেখ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, “আমরা ঘোষণা করছি যে, এই মুহূর্ত থেকে সরকারি ব্রজমোহন কলেজ (বিএম কলেজ) সম্পূর্ণভাবে শাটডাউন করা হলো।
তবে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ফর্ম পূরণের কার্যক্রম পূর্বঘোষিত নিয়ম অনুযায়ী চালু থাকবে, এতে কোনো বাধা নেই। এই সিদ্ধান্ত কলেজের সার্বিক স্বার্থ রক্ষায় এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবির ভিত্তিতে নেওয়া হলো। আমাদের আন্দোলন চলবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত পিছু হটবো না।”
শিক্ষার্থীরা শাটডাউন ঘোষণা করলেও কলেজ কর্তৃপক্ষ থেকে এখনও এমন কিছু জানা যায় নি।