ঢাকাবুধবার , ২৫ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মাধবপাশায় বাদলা গ্রামের রা*স্তা পাকা করনের দা*বিতে মানব*ব*ন্ধ*ন ও স্বা*রকলিপি প্র*দান।

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৫, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

(বাবুগঞ্জ) প্রতিনিধিঃ আজ দুপুর ১২.০০ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের খেয়া ঘাট ব্রিজ থেকে মুশুরিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা প্রর্যন্ত দীর্ঘ দিনের অহেলিত ০৪ কিলোমিটার  ইটের রাস্তা পাকা করনের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা জানান, মাধবপাশা ইউনিয়নের খেয়া ঘাট ব্রিজ থেকে মুশুরিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা প্রর্যন্ত সড়কটি দীর্ঘদিন যাবত ‌ ‌বেহাল অবস্থার মধ্যে রয়েছে। বৃষ্টির সময় রাস্তায় পানি জমে যায় ‌ চলাচল করতে পারেনা।  জনদুর্ভোগ লাঘব করতে দ্রুত পাকা সড়ক নির্মানের দাবি জানিয়েছেন  এলাকাবাসী

এ সময় বক্তব্য রাখেন মাধবপাশা ইউপি সদস্য ১,২,ও৩ নং (সংরক্ষিত) মোসাঃ রেখা বেগম, স্থানীয় মোঃ জাকির তালুকদার, মোঃ পলাশ হাওলাদার, মোঃ মান্নান হাওলাদার, মোঃ কবির খান, মোঃ রিয়াজ হোসেন , মোঃ ফরিদ মাঝি, মোঃ সবুজ ফরাজী, মোঃ এনায়েত খান, মোঃ জামাল খান, মোঃ সুমন হাওলাদার, মোঃ মামুন, মোঃ নজরুল ইসলাম খান, মোঃ এরশাদ ইমাম প্রমুখ।