ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বি শ্ব পরিবেশ দিবস উদযাপন।

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৬, ২০২৫ ১২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: প্লাস্টিক দূষণ আর নয়’ প্রতিপাদ্যে বরিশালে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের আয়োজনে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো: রায়হান কাওছার।

প্রধান অতিথি বলেন, পরিবেশ দূষণ একটি বৈশ্বিক সমস্যা। আমাদের দেশেও পরিবেশ দূষণ ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকার দেশে প্লাস্টিক দূষণের মাত্রা কমিয়ে আনতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসময় তিনি সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে সর্বস্তরের মানুষকে প্লাস্টিক পণ্যের ব্যবহার পরিহার করে এর বিকল্প পণ্য ব্যবহারের আহ্বান জানান। তিনি বলেন, বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় যে সব খাল রয়েছে তা বিভিন্ন বর্জ্য দ্বারা পরিপূর্ণ যা জলাবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ। বর্তমানে পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে এসব খালের ও শহরের বিভিন্ন সড়কের ড্রেনের বর্জ্য অপসারণের কাজ চলমান রয়েছে। ফলে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে হ্রাস পেয়েছে। এসময় তিনি উপস্থিত সকলকে ড্রেন ও খালে ময়লা না ফেলারও আহ্বান জানান।জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম ও উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো: শরফুদ্দীন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌসী জামান তনু। দিবসটি উপলক্ষে পরিবেশ অধিদপ্তর আয়োজিত চিত্রাংকন, রচনা ও বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর গরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শেষ হয়।