নিজস্ব প্রতিবেদক :: বরিশালে শেখ হাসিনা সেনা নিবাসে সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বরিশালের শেখ হাসিনা সেনা নিবাসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং কেক কেটে দিবসটি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে সেনা নিবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, বরিশাল সিটি মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন এমপি, পংকজ নাথ এমপি, সংরক্ষিত এমপি সৈয়দা রবিনা আক্তার মীরা, ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনালের আবদুল কাইয়ুম মোল্লা, বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, মেট্রো পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, ডিআইজি জামিল হাসান সহ বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠির জেলা প্রশাসক সহ সরকারী উর্ধ্বতন কর্মকর্তা এবং গন্যমান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সন্মাননা প্রদান করা হয়।
পরে অতিথিদের নিয়ে সশস্ত্র বাহিনী দিবসের কেক কাটেন ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনালের আবদুল কাইয়ুম মোল্লা।