
নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর চানমারির মাদ্রাসা গলিতে সোমবার বিকেলে আভাসের উদ্যোগে গৃহকর্মী নারীদের বিনোদনের উদ্দ্যেশে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। ২৪ জন গৃহকর্মীর নাচ ও গানের পরিবেশনায় অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে উঠে। দুইটি ক্যাটাগরীতে ৩ জন করে বিজয়ী মোট ৬ জনকে পুরস্কৃত করা হয় এবং অংশগ্রহনকারী সকলকে অনুপ্রেরনা প্রদানের জন্য পুরস্কার দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম অধিদপ্তরের প্রতিনিধি। বিচারকার্য পরিচালনা করেছেন আভাসের স্ঞ্জয় বিশ্বাস,ফোকাল, সেইফগার্ডিং কমিটি এবং মালিহা ইসলাম মুনা।
অনুষ্ঠান শেষে বক্তারা বলেন, গৃহকর্মী নারীরা সবসময় অন্যের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করে, তারা নিজেরা কোন বিনোদন কেন্দ্র বা ঘুরতে যাওয়ার সুযোগ পায় না। তাই আভাস একটি পরিকল্পনার মাধ্যমে গৃহকর্মীদের বিনোদনের উদ্দেশ্যে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে আসা গৃহকর্মীরা খুব আনন্দ উচ্ছ্বাসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।