ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পালানোর সময় অ*স্ত্র*সহ ২ ছাত্রদল নে*তা আ*ট*ক

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৫, ২০২৫ ১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: সিলেটে দেশীয় অস্ত্র নিয়ে পালাতে গিয়ে ছাত্রদলের দুই কলেজ সভাপতি সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে দুটি দা উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সিলেট নগরের টিলাগড় এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

আটকরা হলেন—শাহজালাল সিটি কলেজ ছাত্রদলের সভাপতি মোরসালিন আহমদ আসপিয়া (১৯) এবং গ্রিনহিল স্টেট কলেজ ছাত্রদল সভাপতি শাহাদাত হোসেন (২৭)।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে সিলেট সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি প্রার্থী মিনহাজ শিকদার টিলাগড় পয়েন্টে টিলাগড় মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় সরকারি কলেজের জুনিয়রদের দুপক্ষের বিরোধ মীমাংসা করার জন্য বৈঠক করেন। বৈঠক শেষ হওয়ার পরপরই নিজ দলের প্রতিপক্ষের লোকজন মিনহাজ শিকদারকে মারধর করে। তখন তিনি মোবাইল ফোনে নিজ গ্রুপের কর্মীদের আসতে বলেন। তখন তাকে উদ্ধারের জন্য আসপিয়া ও শাহাদাত সেখানে যাচ্ছিলেন।
পথে সেনাবাহিনী দেখে তারা দৌড়ে পালাচ্ছিলেন। এ সময় আসপিয়া পড়ে গেলে বা পা ভেঙে যায় এবং আরেক ছাত্রদল নেতা রাস্তার ওপর পড়ে গেলে সেনাবাহিনী টিলাগড় পয়েন্টে উভয়কে দাসহ আটক করে শাহপরাণ থানায় নিয়ে যায়। দুজনকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, ‘সেনাবাহিনী তাদের শাহপরান থানায় হস্তান্তর করেছে। দুজন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে শুক্রবার। সুস্থ হলে তাদের আদালতে উপস্থাপন করা হবে।’