ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভুঁড়ি কমাতে গিয়ে ৪১ বছর বয়সে মৃ*ত্যু আম্পায়ারের

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৯, ২০২৫ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: পেটের মেদ বা ভুঁড়ি কমানোর অস্ত্রোপচার করে ৪১ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার বিসমিল্লা জান শিনওয়ারি। আফগানিস্তানের এই অভিজ্ঞ আম্পায়ার ২৫টি এক দিনের আন্তর্জাতিক (ওডিআই) ও ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। ছিলেন আইসিসির আন্তর্জাতিক আম্পায়ারদের তালিকায়ও।

খেলার সঙ্গে যুক্ত থাকলেও ওজনজনিত সমস্যায় ভুগছিলেন শিনওয়ারি।
শরীরের অতিরিক্ত মেদ কমাতে চিকিৎসার জন্য গিয়েছিলেন পাকিস্তানে। অস্ত্রোপচারের পর সংক্রমণ ছড়িয়ে পড়ে তার শরীরে। একপর্যায়ে সেই সংক্রমণই কেড়ে নেয় প্রাণ।
শিনওয়ারির মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘শিনওয়ারি ছিলেন একজন দক্ষ আম্পায়ার। খেলোয়াড়, কর্মকর্তা, সহকর্মীদের মধ্যে তিনি ছিলেন সম্মানিত। তার সামনে আন্তর্জাতিক ক্রিকেটে অবদান রাখার জন্য আরও দীর্ঘ সময় ছিল। তার এই অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।
শোক জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডও (এসিবি)। এক শোকবার্তায় এসিবি লিখেছে, ‘বিসমিল্লা জান শিনওয়ারি আফগানিস্তানের অন্যতম অভিজ্ঞ আম্পায়ার ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আফগান ক্রিকেটে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার পরিবার, বন্ধুদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।
২০১৭ সালে আন্তর্জাতিক অঙ্গনে আম্পায়ার হিসেবে অভিষেক হয়েছিল শিনওয়ারির। ধীরে ধীরে নিজের দক্ষতায় জায়গা করে নেন অভিজাত প্যানেলে। আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করে পেয়েছেন ক্রিকেটার ও সহকর্মীদের প্রশংসা। চলতি বছরের ফেব্রুয়ারিতেও আম্পায়ার হিসেবে মাঠে নেমেছিলেন তিনি—এক দিনের বিশ্বকাপের বাছাইপর্বে লিগ ২–এর ম্যাচ পরিচালনা করেছিলেন।