নিজস্ব প্রতিবেদক :: নির্বাচন কমিশনারের সাথে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সৌজন্য সাক্ষাৎ।
দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন উপলক্ষে বরিশাল, ঝালকাঠি ও খুলনা জেলা সফরে এসেছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) মো. আহসান হাবিব খান ।
শুক্রবার (২৪ নভেম্বর) তিনি ঢাকা থেকে বিমানযোগে দুপুর ১২টায় বরিশাল বিমানবন্দরে এসে পৌছান। এসময় তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো.সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন,বরিশাল রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিএম আশরাফ উল্যাহ তাহের সহ বিএমপি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরে নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) মো. আহসান হাবিব খানের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম।