ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫

বরিশালে বিশ্ব জনসংখ্যা দিবস উ*দ*যা*প*ন

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৪, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল, ১১ জুলাই ২০২৫ (সোমবার)

“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”— এই স্লোগানকে সামনে রেখে বরিশালে উদযাপিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫। জেলা পরিবার পরিকল্পনা’র আয়োজনে সোমবার সকাল ১০টায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল মোঃ আহসান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পরিচালক (স্বাস্থ্য) বরিশাল বিভাগ ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সিভিল সার্জন ডাঃ এস.এম. মঞ্জুর-এ-এলাহী এবং বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান।

সভায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক মোহাম্মদ আবুল কালাম। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন। পরে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়কপ্রদক্ষিণ করে  সার্কিট হাউজে এসে শেষ হয়।

আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা বিষয়ে সচেতনতা, পরিকল্পিত পরিবার গঠনের প্রয়োজনীয়তা এবং তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ১০টি ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। বরিশাল জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ হিসেবে বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান ক্রেস্ট গ্রহণ করেন।